• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গাজীপুর মহানগরে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি (ভিডিও)

দীপ্ত চন্দ্র পাল, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৪

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের কারণে ঝুঁকিতে রয়েছে অনেক আবাসিক এলাকা। এসব অবৈধ কাজের সঙ্গে জড়িত কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালাল চক্র। রাজনৈতিক ছত্রছায়ায় রাতের আঁধারে বাসা বাড়িতে লাখ টাকার বিনিময়ে অবৈধ গ্যাস লাইনের সংযোগ দেয়া হচ্ছে। অথচ বৈধ কাগজ পত্র থাকা সত্ত্বেও অনেক গ্রাহক সংযোগ পাচ্ছে না।

গাজীপুর জেলা জুড়ে রয়েছে প্রায় ৫০ লাখ অবৈধ গ্যাস সংযোগ। এসব সংযোগ বিচ্ছিন্ন করার পরও অদৃশ্য শক্তির ছোঁয়ায় রাতের আধারে আবারো লাইন চালু হয়ে যায়।

জোড়াতালি দেয়া এসব সংযোগের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে অনেক এলাকা। সবচেয়ে বেশি অবৈধ গ্যাস সংযোগ রয়েছে গাজীপুর মহানগর এলাকায়। এসব সংযোরেগ মাধ্যমে অসাধু ব্যক্তিরা যেমন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, জাহিদ নামে একজন ব্যক্তি অবৈধ গ্যাসের সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে ১৫ থেকে ২০ টি বাড়ি করেছে। তারা জানান, প্রতিমাসে ২ হাজার থেকে ১০ হাজার টাকা নিয়ে যায় তবে টাকা কে বা কারা নেয় তা জানেন না তারা।

অবৈধ সংযোগের কথা স্বীকার করে তিতাসের কর্মকর্তা তাদের অসহায়ত্বের কথা জানান।

গাজীপুর তিতাসের প্রকৌশলী উপ-মহাব্যবস্থাপক রাজিব সাহা জানান, অবৈধ গ্যাস সংযোগের যে স্পট পেয়েছি সেখানে ১৮ হাজার ১৯ হাজার গ্রাহক রয়েছে। যত দ্রুত সম্ভব অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করবে বলে জানান।

প্রাকৃতিক সম্পদ গ্যাস এভাবে বিলিয়ে দিয়ে জনজীবন ঝুঁকিতে ফেলে তিতাস কার স্বার্থ দেখছে এমন প্রশ্ন এলাকাবাসীর।

এনএম/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh