• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নেত্রকোনার গুমাই নদীতে ট্রলারডুবি, ৯ জনের মরদেহ উদ্ধার (ভিডিও)

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৩০
Trawler sinks in Gumai river in Netrokona: Some bodies recovered
নেত্রকোনা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এখনও আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

আরও জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে উপজেলার রখাতন ইউনিয়নের রাজনগর গ্রাম সংলগ্ন গুমাই নদীতে বালুবাহী বড় নৌকার ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা জানান, বালুবোঝাই বড় নৌকার ধাক্কায় ৩৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এখন পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ট্রলারডুবির খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

অপরদিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, নিহতদের বাড়ি মধ্যনগর থানার কামাউড়া গ্রামে বলে প্রাথমিকভাবে তিনি জেনেছেন। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
X
Fresh