• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিষ প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ নিধন

মাদারীপুর,  আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৩
Fish killed Madaripur
ফাইল ছবি

মাদারীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুড়ি গ্রামে এ ঘটনা হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী জানান, ওই এলাকার মৎস্যচাষী আব্দুল সালাম মাতুব্বর নিজ পুকুরে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। ভোরে পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। বিষ প্রয়োগ করায় পুকুরে থাকা সব মাছ মরে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই মৎসচাষি। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানা পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. হাসান জানান, অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জেরে এই ঘটনা ঘটেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
মাছ ধরতে গিয়ে ৪২ জেলে আটক
X
Fresh