• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাবনায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৮

পাবনা  প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৭
The injured in the hospital
হাসপাতালে আহতরা

পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার বিল গাজনার (শারিরভিটা) গ্রামে একটি জলাশয় ও এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ তিন জনকে আটক করে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন- উজ্জ্বল (৩২), রইজ (৩৮), রাশু মেম্বর (৩৫), মঞ্জু (৩০), সাহেব আলী (৩২), রান্নু (৪০), রাকিব (৪২), আব্দুল খালেক(৩৫) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাণীনগর ইউনিয়নের বিলগাজনা শারিরভিটা গ্রামে একটি জলাশয় ও এলাকার আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা শাহিন হোসেন মাষ্টার ও খাইরুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার দুপুরে শাহিন গ্রুপ ও খাইরুল ইসলাম গ্রুপের লোকজন লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৮ জন গুলিবিদ্ধ হয় এবং ২৫ জন আহত হয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এসএ/জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তিনদিনব্যাপী আবির্ভাব মহোৎসব
অবশেষে সেই অভিযুক্ত প্রেমিক সেলিম গ্রেপ্তার
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
X
Fresh