• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিজেদের আবাস্থল দেখছেন ভাসানচরে রোহিঙ্গা নেতারা

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৫
Rohingya leaders in Bhasanchar to see their abode
নিজেদের আবাস্থল দেখতে ভাসানচরে রোহিঙ্গা নেতারা

রোহিঙ্গাদের জন্য তৈরি করা আবাসন থাকার উপযোগী কিনা তা দেখতে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর পরিদর্শনে এসেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নৌবাহিনীর সদস্যদের সহযোগিতায় দুইজন মহিলাসহ ৪২ জনের একটি টিম ভাসানচর পরিদর্শন আসেন। ভাসানচরে তিনদিন অবস্থান করার কথা রয়েছে এই প্রতিনিধি দলের।

শনিবার সকালে কক্সবাজার কুতুপালং উখিয়া শরণার্থী শিবির থেকে রওয়ানা দেন তারা। পরে নৌবাহিনীর সহযোগিতায় ভাসানচর পৌঁছেন। সেখানে তাদের জন্য তৈরি করা হয়েছে স্বপ্নপুরী নামে আশ্রয়ণ প্রকল্প।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, শনিবার বিকেলে ভাসানচর পৌঁছায় প্রতিনিধি দলটি। সেখানে নৌবাহিনীর সদস্যরা তাদেরকে স্বাগত জানান। ভাসানচরে কী ধরনের সুযোগ সুবিধা গড়ে তোলা হয়েছে এবং দ্বীপটি বসবাসের জন্য কেমন তা নিজেদের চোখে দেখবেন প্রতিনিধি দলটির রোহিঙ্গা নেতারা।