• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঝরনা থেকে পড়ে পর্যটক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি, আরটিভি নিহত

  ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:০৭
Tourists enjoy the moment
মীরসরাই ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে নিহত পর্যটককে, ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে ঝরনা থেকে পড়ে এক পর্যটক নিহত হয়েছে। তিনি পেশায় ব্যবসায়ী।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়তাকিয়া এলাকায় খৈইয়াছড়া ইউনিয়নে ১০ স্তর বিশিষ্ট খৈইয়াছড়া ঝরনার ৪০০ ফুট উপর থেকে নিচে পড়ে যান ফয়েজ আহমেদ প্রকাশ খাজু (৩৯)। সন্ধ্যা সাড়ে ৬টায় নিহতের লাশ পাহাড়ের গভীর থেকে উদ্ধার করেছে মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা।

সকালে ফেনী জেলা থেকে ফয়েজ আহমেদসহ তার ৯ বন্ধু মিলে খৈইয়াছড়া ঝরনায় যায়। ঝরনার একদম শেষ ধাপে ওঠার পর ফয়েজ আহমেদ পা পিছলে নিচে পড়ে যান। পরবর্তীতে খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য মীরসরাই থানা পুলিশ, মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মীদের যৌথ অভিযান শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় তার লাশ উদ্ধার করা হয়। পাহাড় ও ঝিরির পথ পাড়ি দিয়ে পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসকে যথেষ্ট বেগ পেতে হয়েছে।

মীরসরাই থানার পরিদর্শক (অপারেশন) দীনেশ দাশ বলেন, সকালে ফেনী থেকে ৯ জনের একদল পর্যটক আসে। তারা ঝরনার অনেক ওপরে উঠলে তাদের মধ্যে একজন পা পিছলে পড়ে মারা যায়। মারা যাওযা পর্যটক ফেনী পৌরসভার বড়াইপুর গ্রামের মো. ইদ্রিসের ছেলে বলে জানা যায়।

আরও পড়ুন: কায়দা করে রোহিঙ্গা যুবতী নিয়ে উধাও এনজিও কর্মী

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh