• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কায়দা করে রোহিঙ্গা যুবতী নিয়ে উধাও এনজিও কর্মী

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৬
Balukhali camp in Ukhia on Friday evening
ফাইল ছবি

সন্ধ্যায় পানি আনতে গিয়ে শফিউল্লাহ নামের এক এনজিও কর্মীর সঙ্গে উধাও হয়ে গেছেন রোহিঙ্গা এক যুবতি। গতকাল শুক্রবার সন্ধ্যায় উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ এ এই ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া তরুণীর নাম জয়নব বেগম (১৬)। সে মিয়ানমারের মংডুর জাহেদ হোসেনের মেয়ে। রোহিঙ্গা তরুণীর বাবা জাহেদ হোসেন জানান, শফিউল্লাহ দীর্ঘদিন ধরে এই ক্যাম্পে চাকরির সুবাদে আমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে।

আমার মেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় পানি আনার জন্য বের হয়ে আর ফিরে আসেনি। পরে অনুমান করে শফিউল্লাহর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কথা হয় আমার মেয়ের সঙ্গে। এখন মোবাইল ফোন বন্ধ করে রেখেছে শফিউল্লাহ।

এ বিষয়ে হ্নীলার আলী আকবর পাড়ার মোহাম্মদ আলীর ছেলে শফিউল্লার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি জয়নব নামের কাউকে চিনেন না।

এদিকে মেয়েকে ফিরে না পেলে থানায় অভিযোগ করবেন বলে জানান তরুণীর বাবা।

আরও পড়ুন: দিনের পর দিন শারীরিক সম্পর্ক, বিয়ের সময় না!

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
X
Fresh