• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

৪০ রোহিঙ্গা ভাসানচর দেখতে যাচ্ছে (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৯
40 Rohingyas are going to see Bhasanchar
ফাইল ছবি

কক্সবাজারের শরণার্থী শিবিরের ৪০ রোহিঙ্গা নেতা নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে তৈরি করা আবাসন ব্যবস্থা বসবাসের উপযোগী কি না তা দেখতে যাচ্ছেন।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুজন নারীসহ ৪০ রোহিঙ্গা ভাসানচরে উদ্দেশে উখিয়ার কুতুপালং ট্রানজিট শরণার্থী শিবির থেকে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহবুব আলম তালুকদার।

কমপক্ষে এক লাখ রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচরে পাঠানোর অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে সরকার।

কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গা প্রতিনিধিরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে যাচ্ছেন। এই দলের সঙ্গে রোহিঙ্গাদের সহায়তাকারী জাতিসংঘের কোনও সংস্থার প্রতিনিধি বা গণমাধ্যমর্কীরা থাকছেন না। তবে আগে থেকে ভাসানচরে আরআরআরসি কার্যালয়ের তিন কর্মকর্তা সেখানে অবস্থান করছেন। সরকারের আশা, রোহিঙ্গা নেতারা দেখে এসে অন্যদের বোঝালে ভাসানচর যেতে রাজি হবেন শরণার্থীরা।

সেনাবাহিনীর রামু-১০ পদাতিক ডিভিশনের মুখপাত্র মেজর ওমর ফারুক বলেন, শনিবার ভোরে ৪০ রোহিঙ্গার একটি প্রতিনিধি দল ভাসানচরের রওনা দিয়েছেন। মঙ্গলবার ফিরবেন তারা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
চাকরি দিচ্ছে সেনাবাহিনী, আবেদন অনলাইনে
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
জার্মান সেনাবাহিনীতে মুসলিমদের জন্য ইমাম
X
Fresh