• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভাঙারির দোকানে মর্টার শেলটি এলো কিভাবে?

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪০
Mortar Shell Durgapur Netrokona
ফাইল ছবি

নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশার ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনার রহস্য উদঘান করা হয়েছে।

মটার মেল বিস্ফোণে এই ঘটনা ঘটেছে বলে জানান কাউন্টার টেরিজম ইউনিট। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হারুন-অর-রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় তিনি বলেন, ঘটনার তদন্ত চললে। তবে কোথা থেকে এবং কিভাবে ভাঙারির দোকানে এটা আসল তা এখনও বলা যাচ্ছে না।

গতকাল বিকেলে ঢাকা থেকে কাউন্টার টেরিজম ইউনিটের লোকজন এসে তা নিশ্চিত করেছে।

এ সময় কাউন্টার টেরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আজিজুল হক মিয়া, নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সীসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গেল রোববার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিবগঞ্জ বাজারে ভাঙারির দোকানে বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফ সীমান্তে ফের মর্টারশেলের বিকট শব্দ, আতঙ্কে স্থানীয়রা
হঠাৎ ২১ মর্টার শেল বিস্ফোরণ, কাঁপল টেকনাফ
গুলি-মর্টার শেলের শব্দে টেকনাফ সীমান্তে আতঙ্ক
পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার
X
Fresh