• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বন্যায় ক্ষতিগ্রস্ত খুলনার শতাধিক পরিবারের পাশে একদল তরুণ

আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২০, ২১:৫১

ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ও বন্যা কবলিত এলাকায় শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন একদল তরুণ। শনিবার খুলনার পাইকগাছা ও কয়রার দুর্গত এলাকার পরিবারগুলোকে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন তারা।

ত্রাণ বিতরণ করা যুব সংগঠনগুলো হলো, বিএএফ শাহীন যশোর ফটোগ্রাফি ক্লাব, ইচ্ছেশহর ও ইউথপ্রেনার নেটওয়ার্ক।

এসময় ইচ্ছেশহর ও ইউথপ্রেনার নেটওয়ার্কের অর্থায়নে পৃথকভাবে দুর্গত এলাকার নারীদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

বিএএফ শাহীন যশোর ফটোগ্রাফি ক্লাবের মাকসুদুর রহমান শোভন আরটিভি নিউজকে জানান, দুর্গত এলাকার মানুষজন মানবেতর জীবনযাপন করছেন। মানবিক দিক বিবেচনা করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। ভবিষ্যতে যেকোনো দুর্যোগে আমরা দুর্গতদের পাশে থাকার চেষ্টা করবো।

ইচ্ছে শহর'র সভাপতি আলফী ফেরদৌস জানান, দুর্গত এলাকার নারীদের মাসিক ও স্বাস্থ্য সচেতন করতে ও তাদের সুরক্ষার জন্য তাদের এই উদ্যোগ, নারীরা সুস্থ থাকলেই একটি সুস্থ জাতি আমরা উপহার পাবো। তাই নারীদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতেই স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করলো ইউথপ্রেনার নেটওয়ার্ক।

ত্রাণ বিতরণের সময় ইচ্ছেশহর'র যশোর জেলার সহ-সমন্বয়ক জোবায়ের রাহিমসহ সংগঠন তিনটির কর্মীরা উপস্থিত ছিলেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh