• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পদ্মায় ধরা পড়লো সোয়া দুই কেজির ইলিশ

রাজবাড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২০, ২১:২৫
ইলিশ

মানিকগঞ্জের গোপাল হালদার নামের এক জেলের জালে পদ্মায় ধরা পড়েছে প্রায় সোয়া দুই কেজির ইলিশ। আজ রোববার ওই ইলিশটি ধরা পড়ে। এটি বিক্রি হয়েছে ৬ হাজার ৬০০ টাকায়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, রোববার সকাল নয়টার কিছু আগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে জাল ফেলেন গোপাল হালদার। এ সময় জাল তুলে দেখেন, দুটি ইলিশ মাছ ধরা পড়েছে। যার মধ্যে একটির ওজন ছিল প্রায় ২ কেজি ২০০ গ্রাম। আরেকটি ইলিশের ওজন ছিল ১ কেজি ৩০০ গ্রামের কাছাকাছি।

জানা গেছে, মাছটি পেয়ে দ্রুত আসেন দৌলতদিয়া ঘাট বাজারে। স্থানীয় কেছমত মোল্লার আড়তে মাছ দুটি নিলামে তুললে ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ দুটি কিনে নেন। ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশটি তিনি কেনেন ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৫ হাজার ৭০০ টাকায়। আর ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি কেনেন ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১ হাজার ৬৯০ টাকায়। পরে তিনি এটি ঢাকায় এক বড় ব্যবসায়ীর কাছে বড় ইলিশটি ৩ হাজার টাকা কেজি দরে ৬ হাজার ৬০০ টাকায় আর ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি ১ হাজার ৫০০ টাকা দরে ১ হাজার ৯৫০ টাকায় বিক্রি করে ফেলেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা আরটিভি নিউজকে জানান, ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ গেলো দু-তিন বছরে আমি দেখিনি বা কিনতেও পারিনি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, আজই প্রথম জানতে পারলাম ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের কথা। এ মৌসুমে এটাই সর্বোচ্চ বলে আমার ধারণা।

আরও পড়ুন: বিআইডব্লিউটিসি-তে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার মানিকগঞ্জে কয়েল কারখানা ও কাঠপট্টিতে আগুন
ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
মানিকগঞ্জে স্বর্ণ চোরাচালান মামলায় ৫ জনের যাবজ্জীবন
একরাতে কবরস্থান থেকে ১৮ কঙ্কাল চুরি
X
Fresh