• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিনহা হত্যা: এপিবিএনের আরও ২ সদস্য আদালতে (ভিডিও)

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ আগস্ট ২০২০, ১৪:১০

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় রিমান্ডে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের দুই সদস্যকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে তাদের কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্ন ফারাহর আদালতে হাজির করা হয়।

তারা হলেন- এপিবিএন'র এসআই শাহজাহান ও কনস্টেবল রাজীব।

বর্তমানে তারা সেখানে অবস্থান করছে। তবে আদালতে তাদের কি করা হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও বক্তব্য পাওয়া যায়নি আদালত বা আইনজীবীদের।

এর আগে বুধবার সন্ধ্যায় এপিবিএনের অপর সদস্য কনস্টেবল মোহাম্মদ আব্দুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালতে।

গেল ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মায়ের ইচ্ছাতেই সিঙ্গাপুরে ঈদের ছুটি কাটাচ্ছেন মিম
মারা গেছেন মিমকে সোনার ব্রেসলেট উপহার দেওয়া সেই ভক্ত
যে কারণে আবারও পর্দায় আসছে ‘পরাণ’
নারী দিবস নিয়ে যা বললেন তারকারা
X
Fresh