• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেহেন্দিগঞ্জে নির্মাণ হওয়া বিদ্যালয় নদীগর্ভে বিলীন

আরটিভি নিউজ

  ২৭ আগস্ট ২০২০, ০৯:০৩
The school built in Mehendiganj has disappeared in the riverbed
ছবি: সংগৃহীত

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ২০১৭ সালে নির্মাণ হওয়া বিদ্যালয়ের ভবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

বুধবার (২৬ আগস্ট) জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চরবগী চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙনে বিলীন হতে শুরু করে।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গেল কয়েকমাস ধরে ওই বিদ্যালয়ে পাঠদান কর্মসূচি বন্ধ ছিল বলে জানিয়েছেন শ্রীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ব‌শিরুল হক।

ব‌শিরুল হক জানান, বিদ্যালয়টি ২০১৭ সালের আগে কার্যক্রম স্থানীয় উদ্যোগে কোনও রকম একটি টিনের ঘরে পরিচালনা করা হতো। ওই বছরই নতুন নির্মাণ হওয়া দ্বিতল পাকা ভবন পায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তখন বিদ্যালয়ের পাশের নদীটিও বহু দূরে ছিল। গত দুই বছরের অব্যাহত ভাঙনে বিদ্যালয়ের ভবনটির কাছাকাছি চলে আসে নদী। আর এবারের ভাঙনে বিদ্যালয়ের ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে যায়।

তিনি জানান, কিছুদিন আগে ভাঙন রোধে বিদ্যালয় সংলগ্ন নদীতে বালুর বস্তাও ফেলা হয়। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।

এলাকাবাসী জানান, চরবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে একটি রাস্তা ছিল। প্রায় ১০ কিলোমিটার লম্বা ওই সড়কটির দু’পাশেই বহু বাড়ি-ঘরও ছিল। গেল কয়েক বছর ধরে নদী ভাঙন এতোটাই তীব্র ছিল যে সেই রাস্তাসহ বাড়ি-ঘরের জমি সবই নদী গর্ভে বিলীন হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh