• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালানির ৬ বছর কারাদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মার্চ ২০১৭, ১৭:০১

চট্টগ্রামে অবৈধ স্বর্ণপাচারের মামলায় এক ব্যক্তিকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম বেলাল হোসেন।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নূর মামলার রায় ঘোষণা করেছেন।

দণ্ডিত বেলাল ফটিকছড়ি উপজেলার কেফায়েতনগর গ্রামের নূরুল আলমের ছেলে।

মহানগর পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফখরুদ্দিন চৌধুরী জানান, রায় ঘোষণার আগে আইনজীবীর মাধ্যমে বেলাল আদালতে হাজিরা দাখিল করেছিলেন। তবে রায় ঘোষণার সময় তাকে আর পাওয়া যায়নি।

আদালত সূত্রে জানা গেছে, গেলো ২০১৫ সালের ৩১ মার্চ দুবাই থেকে দেশে ফিরেন বেলাল। চট্টগ্রাম শাহআমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বের হবার পর তাকে ১৯টি স্বর্ণের বারসহ আটক করে র‌্যাব-৭। এ ঘটনায় র‌্যাব-৭ চট্টগ্রাম জোনের পরিদর্শক অমর চন্দ্র পতেঙ্গা থানায় মামলা করেছিলেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh