• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লা সিটি নির্বাচনে আ.লীগ-বিএনপি প্রার্থীর মনোনয়ন জমা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মার্চ ২০১৭, ১৫:৫৩

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার ছিল মনোনয়নপ্রত্র জমা দেয়ার শেষ দিন। দুপুর ১২টায় আওয়ামী লীগ মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এবং বেলা ১টায় মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু।

এসময় উভয় প্রার্থীর সঙ্গে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেবার পর আঞ্জুম সুলতানা সীমা বলেন, কুমিল্লা আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। তিনি আমাকে নৌকা প্রতীক দিয়ে কমিল্লাবাসীর কাছে পাঠিয়েছেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে তার প্রতীককে বিজয়ী করুন।

বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, আমি সদ্য বিদায়ী মেয়র। কুমিল্লা সিটি করপোরেশন নতুন হয়েছে। প্রথম নির্বাচনের সময় দেয়া আমার প্রতিশ্রুতির ৭৫ ভাগ পূরণ করেছি। ৫ বছরে আমি ৩শ ৯৫ কোটি টাকার কাজ করেছি। আসছে দিনে নির্বাচিত হলে জলাবদ্ধতা ও যানজট নিরসনে কাজ করবো।

আসছে ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন। ৫ ও ৬ মার্চ শেষ হবে মনোনয়ন যাছাই-বাছাই। প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ। ১৫ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh