• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, বাগেরহাট

  ০২ মার্চ ২০১৭, ১৫:১২

বাগেরহাটের সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‌‌‌‘বন্দুকযুদ্ধে’ শামসু বাহিনীর সেকেন্ড ইন্ড কমান্ড বিল্লাল মীর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে শরণখোলার সুখপাড়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বনদস্যুদের ব্যবহৃত ৫টি আগ্নেয়ান্ত্র ও ৭৭ রাউন্ড গুলি এবং বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবীর জানান, খবর আসে সুখপাড়ার চর এলাকায় দস্যুতার উদ্দেশ্যে বনদস্যু শামসু বাহিনীর সদস্যরা সংঘটিত হয়েছে। পরে র‌্যাব-৮ এর একটি দল সুন্দরবনের ওই এলাকায় যায়। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যুরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটে যায়। পরে র‌্যাব সদস্যরা বনের অভ্যন্তর থেকে বনদস্যু বিল্লাল মীরের মৃতদেহ, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh