• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুস্বাদু ভাতের নতুন নাম ‘আজিবর স্বর্ণ’

শেখ হাসান বেলাল

  ০২ মার্চ ২০১৭, ১৪:০৭

কুষ্টিয়ায় নতুন জাতের ধান উৎপাদন করে ব্যাপক সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষক আজিবর রহমান। অধিক ফলন ও ভাত সুস্বাদু হওয়ায় ‘আজিবর স্বর্ণ’ নামের ধানটি চাষ শুরু করেছেন স্থানীয় কৃষকরাও।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর গ্রামের কৃষক আজিবর রহমান এক বন্ধুর কাছ থেকে ধানের বীজ সংগ্রহ করে তিন বিঘা জমিতে চাষ করেন। ধান গাছে শীষ আসার পর তিনি লক্ষ্য করেন বেশ কয়েকটি শীষ তুলনামূলক লম্বা এবং ধানের দানাটি ভারী। পরে সেসব শীষগুলো আলাদা করে কেটে বীজের জন্য সংরক্ষণ করেন আজিবর। পরে ওই বীজ আলাদাভাবে চাষ করেন তিনি।

পরে, নিজের নামেই এই জাতের ধানের নামকরণ হয় ‘আজিবর স্বর্ণ’। তার কাছ থেকে এ জাতের ধান সংগ্রহ করে চাষাবাদ শুরু করেছেন স্থানীয় অনেক কৃষক।

বাংলাদেশ পরমাণু গবেষণা ইনষ্টিটিউট (বিনা) এর মহা পরিচালক ডা.শমসের আলী বলেন, নতুন এই জাতের ধানটি পরীক্ষা-নিরীক্ষা শেষে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে।

উচ্চ ফলনশীল এই ধানের জাতটি সারাদেশে ছড়িয়ে দেয়ার দাবি সংশ্লিষ্ট সবার।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh