• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বেড়াতে এসে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২০, ০৮:৩৭
3 children drowned while traveling
মুন্সীগঞ্জ

বেড়াতে এসে পানিতে ডুবে তন্দ্রা (১২), হাফসা আক্তার (৭) ও আরাফাত (৭) নামের ৩ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের গুহেরকান্দি গ্রামে নৌকাযোগে ঘুরতে বের হলে নৌকা উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘাটে। পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারগুলোতে শোকের মাতম চলছে।

মৃত তিন শিশু মামাতো ফুফাত ও খালাতো ভাই বোন বলে জানা গেছে।

মৃত্যু হওয়া আরাফাত গুহেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে, তন্দ্রা একই গ্রামের তৈয়ব আলীর মেয়ে ও হাফসা আক্তার শহরের পশ্চিম দেওভোগের আজিম হোসেন এর মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান জানান, সমবয়সী স্বজনদের সঙ্গে নৌকাযোগে বাড়ির পাশের পুকুরে ঘুরতে বের হলে মাঝ পুকুরে নৌকাটি উল্টে যায়। এসময় সাঁতার জানা সবাই তীরে উঠতে পারলেও ডুবে যায় ৩ শিশু। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি পরে তিনজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৩ শিশুকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ তাদের স্বজনরা বাড়ি নিয়ে গেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাস-ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ১০
ছুরিকাঘাতে প্রাণ গেল অটোচালকের
X
Fresh