• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দ্রতগতিতে এগোচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্রের কাজ

মুফতী সালাহউদ্দিন, পটুয়াখালী

  ০১ মার্চ ২০১৭, ১৮:৫৭

দ্রুত গতিতে এগিয়ে চলছে ১৩শ’ ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। এরই মধ্যে শেষ হয়েছে প্রথম ধাপের কাজ। কয়লা ভিত্তিক উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুত কেন্দ্রটি চালু হলে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ভিত আরো সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়ায় সাতশ’ ৮২ কোটি টাকা ব্যায়ে ধানখালী ইউনিয়নের এক হাজার ১৫ একর জমিতে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড এ কেন্দ্রটি নির্মাণ করছে।

এরই মধ্যে প্রথম ধাপের মাটি ভরাট ও বেড়িবাধের কাজ শেষ। দ্বিতীয় ধাপে চলছে মূল বিদ্যুত কেন্দ্রের সয়েল ইমপ্রুভমেন্টের কাজ। ২০১৯ সালে উৎপাদন শুরু হবে এ বিদ্যুৎ কেন্দ্রে।

নির্মাণ কাজ আরো গতিশীল করতে ওয়ান স্টপ সার্ভিস চালুর কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

প্রকল্পের বিভিন্ন কাজে অধিগ্রহণ করা জমির মালিকদের অগ্রাধিকার দিচ্ছে কর্তৃপক্ষ। তবে দালালদের দৌরাত্মে এখনো জমির দাম না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই।

স্থানীয়রা বলছেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে নিরবচ্ছিন্ন বিদ্যুত পাবেন পটুয়াখালীবাসী। একইসঙ্গে নতুন শিল্প কারখানা গড়ে উঠলে উন্নত হবে জীবনযাত্রার মান।
এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh