• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ফরিদপুরে পাউবোর বৃক্ষরোপণ কর্মসূচী

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২০, ১৮:৩৪
Tree Planting Program
বৃক্ষরোপণ কর্মসূচীর চিত্র।

মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বিভিন্ন প্রজাতির পাঁচ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে শহরের গোয়ালচামটে পাউবোর পরিদর্শন বাংলোর কলোনি চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় উপস্থিত ছিলেন পাউবো ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, জেলা বন কর্মকর্তা এনামুল হকসহ অনেকে।

নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয় সারাদেশে দশ লাখ ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষের চারা রোপণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ফরিদপুরে পাউবো বেড়িবাঁধ ও কলোনিসহ বিভিন্ন স্থানে নানাধরনের পাঁচ হাজার গাছের চারা রোপণ করা হবে।

ফরিদপুরে পাউবোর এই সুবৃহৎ পরিদর্শন বাংলোর কলোনি চত্বরে বৃক্ষরোপণের উদ্বোধনী দিনে পলাশ, গন্ধরাজ ও হাসনাহেনাসহ বিভিন্ন প্রজাতের গাছের চারা রোপণ করা হয়। পর্যায়ক্রমে এই মৌসুমেই অন্যান্য চারাও রোপণ করার উদ্যোগ নেয়া হয়েছে।
এসএ/জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, সমাবেশ ঘিরে সাজ সাজ রব
নির্বাচনী জনসভায় যোগ দিতে মঙ্গলবার ফরিদপুর আসছেন প্রধানমন্ত্রী 
X
Fresh