• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনায় রাজশাহী মহানগরে সর্বচ্চো আক্রান্ত

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ১৩ আগস্ট ২০২০, ১৩:৩১
Corona is most affected in Rajshahi metropolis
ফাইল ছবি

রাজশাহীর দুটি ল্যাবে মহানগরীর ৭২ জনসহ জেলার ৭৮ জনের দেহে করোভাইরাস শনাক্ত হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বুধবার রাতে জানান, চিকিৎসক, নার্স, পুলিশ ও র‌্যাব সদস্যসহ রাজশাহী মহানগরীর ৭২ জন এবং পুঠিয়া উপজেলার ২ জন, চারঘাট উপজেলার ৩ জন ও পবা উপজেলার ১ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় নতুন ৭৮ জন শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৮২৪ জন। এর মধ্যে জেলায় সর্বচ্চো রাজশাহী মহানগরে ২ হাজার ৮৭৪ জন।

রাজশাহীর সিভিল সার্জনের এনামুল হক জানান, রাজশাহী জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮২৪ জন। এদের মধ্যে মহানগরীতে শনাক্ত হয়েছে ২ হাজার ৮৭৪ জন। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ৭৯, চারঘাটে ১১৫, পুঠিয়ায় ৯১, দুর্গাপুরে ৬১, বাগমারায় ৮৮, মোহনপুরে ১০০, তানোরে ৯১, পবায় ২৩৫ এবং গোদাগাড়ীতে ৯০ জন করোনা রোগী শনাক্ত হয়।

তিনি আরও জানান, বুধবার পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৯৯৮ জন। আর এ পর্যন্ত করোনায় রাজশাহী জেলায় মারা গেছেন ৩০ জন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবজাতক হাসপাতালে ফেলে উধাও বাবা-মা
সিভিল সার্জনের কার্যালয় একাধিক লোকবল নিয়োগ
সিভিল সার্জনের কার্যালয়ে বিশাল নিয়োগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
X
Fresh