• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফের ভাঙন

চাঁদপুর, স্টাফ রিপোর্টার

  ১৩ আগস্ট ২০২০, ১২:৩৩
Demolition of Chandpur city protection dam again
চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফের ভাঙন

চাঁদপুর শহর রক্ষা বাঁধ ফের ভাঙন দেখা দিয়েছে। বুধবার দিবাগত রাতে শহরের পুরানবাজার হরিসভা এলাকায় হঠাৎ মুহূর্তেই কিছু এলাকা নদীতে তলিয়ে যায়। ফাটল দেখা দেয় ২৫ মিটার এলাকায়। এতে মেঘনার ভাঙনের মুখে রয়েছে পুরো এলাকা। ভাঙন আতংকে স্থানীয় বাসিন্দারা মালামাল সরিয়ে নেয়া শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১০টায় পুরানবাজার হরিসভা এলাকায় ভয়াবহ ফাটল দেখা যায়। এ সময় শহর রক্ষা বাঁধের বেশকিছু ব্লক নদীতে বিলীন হয়ে যায়। এলাকাজুড়ে বিরাট ফাটল দেখা দেয়ায় স্থানীয় লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আখতার জানান, বুধবার রাত ১০টার দিকে পুরানবাজার হরিসভা এলাকায় ভয়াবহ ফাটল দেখা যায়। এ সময় শহর রক্ষা বাঁধের বেশকিছু বল্ক নদীতে বিলীন হয়ে যায়। ২৫ মিটার এলাকাজুড়ে ফাটল দেখা দেয়ায় স্থানীয় লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালিভর্তি বস্তা ফেলা শুরু হয়েছে। মেঘনা নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ার পাশাপাশি সৃষ্ট ঘূর্ণিপাকে হরিসভাসহ পুরানবাজার ব্যবসায়ীক এলাকাটি ঝুঁকিতে রয়েছে।

স্থানীয়রা জানান, মেঘনা নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ার পাশাপাশি সৃষ্ট ঘূর্ণিপাকে হরিসভাসহ পুরানবাজার ব্যবসায়িক এলাকাটি ঝুঁকিতে রয়েছে। শহর রক্ষা বাঁধের হরিসভা এলাকায় কয়েক মাস আগেও ভাঙন দেখা দেয়। ওই সময় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালি ভর্তি বস্তা ফেলা হয়।

পুরানবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শক মো. মাসুদ বলেন, আমরা ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছি।

ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আক্তার, এনএসআই এর চাঁদপুরের উপ-পরিচালক আজিজুল হক, পৌর পরিষদের প্যানেল মেয়র সিদ্দিক রহমান ঢালী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিম উদ্দিন, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ, মডেল থানার ওসি তদন্ত হারুনুর রশীদ, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ব্যাংকার মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্টু গাজী প্রমুখ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাটকা ধরায় চাঁদপুরে আটক ৭ জেলের কারাদণ্ড
পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
চাঁদপুরের মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযান, জাটকাসহ আটক ৭
X
Fresh