logo
  • ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২ আশ্বিন ১৪২৭

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

  কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

|  ১১ আগস্ট ২০২০, ২১:০৯ | আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৩৯
Schoolgirl stabbed for rejecting love proposal
কিশোরগঞ্জ
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরগঞ্জের করিমগঞ্জে এক স্কুলছাত্রীকে (১৬) ছুরিকাঘাত করেছেন নভেল (২২) নামে এক যুবক। 

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার নিয়ামতপুর বাজারের কাছে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই স্কুলছাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

করিমগঞ্জ থানা পুলিশ জানায়, নিয়ামতপুর আঙ্গুরাকান্দা গ্রামের ওই স্কুলছাত্রী নবম শ্রেণিতে পড়ে। নিকলী উপজেলার শিংপুর গ্রামের ফাইজুল ইসলামের ছেলে নভেল নিয়ামতপুরে তার এক আত্মীয়ের বাড়িতে এসে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই ওই স্কুলছাত্রী উত্ত্যক্ত করতেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে নিয়ামতপুর বাজারে যাওয়ার পথে মেয়েটির পথ রোধ করে প্রেমের প্রস্তাব করেন তিনি। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বুকে, পেটে ও পিঠে অন্তত আটটি ছুরিকাঘাত করেন নভেল। আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ওই যুবককে আটকের চেষ্টা চলছে।

এসএস

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়