• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সারা বিশ্বের সঙ্গে করোনা ভ্যাকসিন বাংলাদেশও পাবে : স্বাস্থ্য ডিজি

আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২০, ১৭:৪৫
সারা বিশ্বের সঙ্গে করোনা ভ্যাকসিন বাংলাদেশও পাবে : স্বাস্থ্য ডিজি
সারা বিশ্বের সঙ্গে করোনা ভ্যাকসিন বাংলাদেশও পাবে : স্বাস্থ্য ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল কার্যক্রমের সঙ্গে আমরা রয়েছি। করোনার ভ্যাকসিন আবিষ্কৃত হলে অন্যান্য সকল দেশের সঙ্গে আমরাও তা পেয়ে যাবো। প্রথম সারির করোনা যোদ্ধাদেরকে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন প্রদান করা হবে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছেন। জাতির পিতার সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

ডা. বাসার বলেন, দেশে করোনা টেস্টের জন্য পর্যাপ্ত কিট মজুত আছে। কিটের কোনও সংকট নেই। আর করোনা পরীক্ষা করার জন্য সারাদেশে ৮০টি পিসিআর স্থাপন করা হয়েছে। প্রয়োজন হলে আরও পিসিআর ল্যাব স্থাপন করা হবে।

করোনায় সারাদেশে বিপুলসংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার কোনও আশঙ্কা নেই বলেও দাবি করেন তিনি।

এ সময় গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক ডা. সাইফউদ্দিন, শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. লিয়াকত হোসেন ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. অসিত কুমার মল্লিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh