• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

তিন মাস পর কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মৎস্য শিকার

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২০, ১৪:০৫
fish catch,
ফাইল ছবি

তিন মাস দশ দিন পর আবার মাছ ব্যবসায়ী আর জেলেদের পদভারে মুখর হয়ে উঠছে ৭২৫ বর্গকিলোমিটার আয়তনের কৃত্রিম কাপ্তাই হ্রদ।

সোমবার (১০ আগস্ট) রাত থেকেই জেলেরা জাল নিয়ে কাপ্তাই হ্রদে মাছ শিকারে নামেন। মঙ্গলবার সকাল থেকেই জেলার প্রধান মৎস্য আহরণ কেন্দ্রে মাছ নিয়ে আসতে শুরু করে। বোটগুলো বিএফডিসি ঘাটে নোঙর করার পর রাজস্ব দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয়া হচ্ছে।

এর আগে গত ১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছের বংশ বৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে মাছ শিকার বন্ধ করে কর্তৃপক্ষ। প্রতিবছরই মাছ বংশ বৃদ্ধির জন্য তিন মাস মৎস্য শিকার বন্ধ রাখা হয়। এ সময় জেলেদের খাদ্যশস্য বিতরণ করা হয়।

এসএ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভয়াশ্রমে মৎস্য শিকার, ১৮ জেলের কারাদণ্ড
X
Fresh