• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২৭ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২০, ১০:২৭
Brahmanbaria
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া নতুন ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় নতুন ৩২ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ২০২৩ জনের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার এর পিসিআর ল্যাবের ২৮২টি রিপোর্টে নতুন ২৭ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ আসছে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ।

গেল ৯ আগস্ট রাতের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সাতজন, কসবা উপজেলায় ছয়জন, বিজয়নগর উপজেলায় দুইজন, আখাউড়া উপজেলায় দুইজন ও নবীনগর উপজেলায় ১০ জন শনাক্ত হয়েছে। জেলায় নতুন ৩২ জন সুস্থ হয়েছে। এর মধ্যে সদর উপজেলা ২৩ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় নয়জন। আখাউড়া উপজেলায় নতুন দুইজন মারা গেছেন।

জেলায় ২০২৩জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬৯৫ জন, আখাউড়া উপজেলায় ১৮১ জন, বিজয়নগর উপজেলায় ৬৪ জন, নাসিরনগর উপজেলায় ৮৭ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৪৭ জন, নবীনগর উপজেলায় ৩৪৫ জন, সরাইল উপজেলায় ১১১জন, আশুগঞ্জ উপজেলায় ১৫৬ জন ও কসবা উপজেলায় ২৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪৮৯জন সুস্থ হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৯ জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৫০২ জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১৪৭৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১৪৫২৯ জনের করোনাভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ২০২৩ জন আক্রান্ত হয়েছেন৷

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
সড়কে ঝরল কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালকের প্রাণ
X
Fresh