• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাড়ির উঠানে লাগানো গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ আগস্ট ২০২০, ১৮:৫২
Cannabis case
ফাইল ছবি

পাবনার আতাইকুলা থানার আলোকচর গ্রামে বাড়ির আঙিনায় গাঁজার চাষ করেছিলেন মাদক ব্যবসায়ী রমজান আলী ওরফে গাঁজাবাবু। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এগারো ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করেছে।

আজ শনিবার আতাইকুলা থানাধীন আলোকচর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা গাছ জব্দ করা হয়।

এছাড়া গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী রমজান আলী ও ফারুক নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার পাবনার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউপির আলোকচর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের হেফাজতে থাকা পাঁচ কেজি ওজনের প্রায় ১১ ফুট লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম আরটিভি অনলাইনকে জানান, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউপির আলোকচর গ্রাম থেকে পাঁচ কেজি ওজনের প্রায় ১১ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী রমজান আলী ও ফারুককে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী রমজান আলী ওরফে গাঁজাবাবু দীর্ঘদিন যাবত তার বাড়িতে গাঁজার গাছ রোপণ করে উৎপাদিত গাঁজা বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এ ব্যাপারে আতাইকুলা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
বরগুনা প্রেস ক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
X
Fresh