• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বোমা নয় মোটরসাইকেলটিতে ছিল গ্রাইন্ডিং মেশিন

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২০, ১৭:৪৪
বোমা মোটরসাইকেল গ্রাইন্ডিং
ঘটনাস্থলে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ টিম

সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে গতকাল বুধবার সন্ধ্যার পর একটি মোটরসাইকেলে বোমাসদৃশ বস্তু দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে সেই মোটরসাইকেলটি থেকে একটি গ্রাইন্ডিং মেশিন উদ্ধারের মধ্যে দিয়ে অভিযান শেষ করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বোমা ও বিস্ফোরক বিশেষজ্ঞ লে. কর্নেল রাহাত আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপস্থিত সাংবাদিকদের জানান, গতকাল সন্ধ্যার সময় নগরীর চৌহাট্টা পয়েন্টে এক পুলিশ সদস্যের মোটরসাইকেলে সন্দেহজনক বস্তু দেখা যায়। পরবর্তীতে বাংলাদেশ পুলিশ বাহিনী সেনাবাহিনীকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করে।

সেনাবাহিনীর সদর দপ্তর থেকে নির্দেশনা পাওয়ার পর সিলেটে থাকা ১৭ পদাতিক ডিভিশনের বোমা নিষ্ক্রিয়করণ টিম ঘটনাস্থলে আসে। পরে মোটরসাইকেলটি থেকে যে বস্তুটি উদ্ধার করা হয়েছে তা আমাদের কাছে মনে হয়েছে একটি গ্রাইন্ডিং মেশিন। কিন্তু মেশিনটিতে যাতে অন্য ধরনের সন্দেহজনক বস্তু না থাকে সেজন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেছি এবং খুলে দেখেছি।

লে.কর্নেল রাহাত আরও বলেন, হতে পারে ভুলবশত এটা মোটরসাইকেলে রাখা হয়েছে অথবা কেউ আতঙ্ক সৃষ্টি করার জন্য এটা পুলিশের গাড়িতে রেখে গেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
X
Fresh