• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

শিমুলিয়ার চার নম্বর ফেরিঘাটও পদ্মায় বিলীন

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২০, ১১:০২
Shimulia ferry number four also disappeared in the Padma
শিমুলিয়ার চার নম্বর ফেরিঘাট পদ্মায় বিলীন

শিমুলিয়ায় পদ্মার তীব্র ভাঙনে এবার ৪ নম্বর ফেরি ঘাট (ভিআইপি ঘাট) নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

বুধবার (৫ আগস্ট) গভীর রাত ৩টার দিকে শিমুলিয়া ইতোপূর্বে বিলীন হয়ে যাওয়া ভাঙন কবলিত ৩ নম্বর ঘাট এলাকায় হঠাৎ পুনরায় ভাঙন দেখা দেয়। এ ঘটনায় সকাল ৭টা থেকে এ রুটে সকল ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। ভাঙন এখনও চলমান রয়েছে।

এর আগে রাতে ভাঙন শুরু হলে শিমুলিয়া ঘাটে পারাপারে অপেক্ষমাণ থাকা যানবাহনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। শিমুলিয়া ৪টি ঘাটের মধ্যে এনিয়ে দুটি ঘাটই নদী গর্ভে বিলীন হলো।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বুধবার রাত ৩টার দিকে শিমুলিয়া ইতোপূর্বে বিলীন হয়ে যাওয়া ভাঙন কবলিত ৩ নম্বর ঘাট এলাকায় হঠাৎ আবার ভাঙন দেখা দেয়। এ ঘটনায় সকাল ৭টা থেকে এ রুটে সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ভাঙন এখনও চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ জুলাই দুপুরে শিমুলিয়া ৩ নম্বর ঘাট এলাকায় হঠা ভাঙন শুরু হলে ৩ নম্বর ঘাটসহ ঘাটের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন কবলিত জায়গায় জিও ব্যাগ ফেলা হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯০ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ 
X
Fresh