• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যমুনা নদীতে পিকনিকের নৌকা ডুবে পাঁচ ছাত্র নিখোঁজ

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২০, ১০:৩৬
river Jamuna
ফাইল ছবি

টাঙ্গাইলে যমুনা নদীতে পিকনিকের নৌকা ডুবির ঘটনায় স্কুল-কলেজ পড়ুয়া পাঁচ ছাত্র নিখোঁজ রয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতুর উত্তরে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বাইশকাইল গ্রামের শরীফ, মারুফ, মিজান, শাহাদত ও হাসিব।

নিখোঁজ মিজানের বড় ভাই মোতালেব হোসেন জানান, উপজেলার বাইশকাইল গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া ২২ ছাত্র বুধবার সকালে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই ঘাট থেকে ৪ হাজার টাকা ভাড়ায় একটি ইঞ্জিনচালিত নৌকায় পিকনিকের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে বেড়াতে যায়। সেখানে দুপুরে খাওয়া শেষে ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর উত্তরে সন্ধ্যায় প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। সাঁতার কেটে ও এলাকাবাসীর সহযোগিতায় ১৭ জন তীরে উঠলেও পাঁচজন নিখোঁজ রয়ে যায়। নাটোর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমি বিষয়টি শুনেছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
হেলিকপ্টারে বউ আনলেন ছাত্রলীগ নেতা
টাঙ্গাইলে তাপমাত্রা ৪০ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
X
Fresh