• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে ফের স্বর্ণের বারসহ যাত্রী আটক

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৯

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ৬টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

আটক মোহাম্মদ হাসান উদ্দিন দুবাই থেকে পায়ুপথে স্বর্ণগুলো নিয়ে আসছিলেন। আটক স্বর্ণের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

গেলো ২১ ও ২২ ফেব্রুয়ারি একই কায়দায় স্বর্ণ আনার সময় দু’জনকে আটক করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার প্রণয় চাকমা আরটিভি অনলাইনকে জানান, ফ্লাই দুবাইয়ের এফজেড ৫৮৯ ফ্লাইটটি মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। এই বিমানে যাত্রী হয়ে চট্টগ্রামে আসেন হাসান উদ্দিন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসানের দেহে তল্লাশি চালিয়ে পায়ুপথে স্বর্ণের অবস্থান শনাক্ত করা হয়। পরে টয়লেটে পাঠিয়ে বিশেষ ব্যবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয় তার কাছ থেকে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh