• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

রিমান্ড শেষে সাতক্ষীরা কারাগারে সাহেদ (ভিডিও)

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২০, ১৬:২৭

অস্ত্র আইনের মামলায় ১০ দিনের রিমান্ড শেষে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব রায়ের আদালতে সাহেব করিমকে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর অমল কুমার রায়।

এর আগে আজ বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা থেকে কড়া নিরাপত্তার প্রহরায় সাতক্ষীরা আদালত আনা হয় সাহেদকে।

গেল ১৫ জুলাই সাহেদকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর ব্রিজের নিচ থেকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২৬ জুলাই আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৭ জুলাই তাকে ঢাকা থেকে খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে আনা হয়।

আরও পড়ুন: ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ১৭ জনের

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ত্র মামলায় রিজেন্টের সাহেদকে খালাসের রায় স্থগিত
অস্ত্র মামলায় রিজেন্টের সাহেদের খালাস
X
Fresh