• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিম্নচাপে উত্তাল মেঘনা, হাজারো যাত্রী আটকা

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২০, ১৫:০৬
আটকা মৃত্যু ন্ওগাঁ
ছবি সংগৃহীত

ভোলায় নিম্নচাপের প্রভাবে আজ ভোর থেকে ঝড়ো বাতাস শুরু হয়েছে। এতে উত্তাল হয়ে পড়েছে মেঘনা নদী।

এদিকে সকালে ভোলার ইলিশা ঘাট থেকে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাটের উদ্দেশে ছেড়ে সি-ট্রাক খিজির-৫ ঝড়ের তোড়ে ডুবে ডুবো অবস্থা সৃষ্টি হয়।

পরে মাঝ নদীতে একটি চরে আশ্রয় নিয়ে রক্ষা পায়। অপরদিকে ইলিশা ঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে যেতে পারেনি এমভি পারিজাত, দোয়েল পাখি ও সি-ট্রাক-৮ । ওইসব যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে দেয়া হয়। এদিকে ঢাকা ও চট্টগ্রামগামী কয়েক হাজার যাত্রী ইলিশা ঘাটে আটকা পড়েছে।

ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, নদী হঠাৎ উত্তাল হওয়ায়, নৌযানগুলোকে সতর্ক চলাচল করতে বলা হয়েছে।

আরও পড়ুন: সিরিয়াল ভেঙে ফেরিতে ওঠার চেষ্টা, আলালের গাড়ি ফিরিয়ে দিলেন ওসি

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh