logo
  • ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২ আশ্বিন ১৪২৭

টাঙ্গাইলে বন্যার পানিতে ডুবে দুই ভাইবোনসহ ৩ জনের মৃত্যু

  টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

|  ০৩ আগস্ট ২০২০, ১৮:৫০
টাঙ্গাইলে বন্যার পানিতে ডুবে দুই ভাইবোনসহ ৩ জনের মৃত্যু
টাঙ্গাইল
টাঙ্গাইলে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে দুই ভাইবোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের গিলাবাড়ি এলাকায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।  

নিহতরা হলো- জেলার কালিহাতি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের লাভলু মিয়ার মেয়ে খুশি (৪) ও সদর উপজেলার মগড়া গ্রামের সিদ্দিকের ছেলে আবির (৩)। সম্পর্কে তারা মামাত-ফুপাত ভাইবোন।

স্থানীয়রা জানায়, সকালে গিলাবাড়ি নানার বাড়িতে পরিবারের লোকজনের সাথে বেড়াতে আসে আবির। দুপুরে মামাতো বোন খুশির সাথে আবির নানার বাড়ির সামনে খেলা করছিল। এসময় সবার অজান্তে বন্যার পানিতে পড়ে আবির ও খুশি ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে মির্জাপুর উপজেলা পুষ্টকামারী এলাকার হারুন অর রশিদের ছেলে নওশাদ করিম (১৩) দুপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থল থেকে বিকেল চারটায় নওশাদের মরদেহ উদ্ধার করে।

এসএস

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়