• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নৈশ কোচ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২০, ১১:৩৩
Nilphamari
ছবি সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে নৈশ কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ এই তথ্য নিশ্চিত করেন।

গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলা শহরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনের সড়কে ঘটনাটি ঘটে।

নিহতরা হলো, মোটরসাইকেল চালক লিটন মিয়ার স্ত্রী রুমা বেগম (২৪) তাদের চারবছরের শিশু সন্তান রাহিম ও লিটনের শ্যালিকা আদুরি বেগম (১৭)। চালক লিটন মিয়াকে (৩০) গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রিটন মিয়া রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ গজঘণ্টা গ্রামের বাড়ি থেকে রোববার সকালে স্ত্রী রুমা ও শিশু সন্তান রাহিমকে নিয়ে জেলার কিশোরগেঞ্জ উপজেলার রণচণ্ডি ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে আসেন। রাতে সেখান থেকে একই উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামে মামাশ্বশুর সাজ্জাদুল মিয়ার বাড়িতে মোটরসাইকেলে স্ত্রী, সন্তান ও শ্যালিকাকে নিয়ে যাচ্ছিলেন।

পথে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে কুমিল্লাগামী নৈশ কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় লিটন মিয়া বেঁচে গেলেও বাকিদের মৃত হয়।

আজ সোমবার সকালে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হারুন-অর-রশিদ জানান, মরদেহগুলো উদ্ধার ও নৈশ কোচটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
X
Fresh