• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে খাবার পানি ও পশু রাখার সংকট (ভিডিও)

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২০, ১৫:২৬

গেল ৩০ ও ৩১ জুলাই পদ্মা নদীর সুরেস্বর পয়েন্টে পাঁচ সেন্টিমিটার কমে ২৯ সেন্টিমিটারে আসলেও গেল ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি আজ শরীয়তপুরের সুরেস্বর পয়েন্টে ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিরাপদ খাবার পানি ও গৃহপালিত পশু রাখার স্থানসহ খাদ্যের সংকট দেখা দিয়েছে।

শাখা নদীগুলোতে পানি কমা ও প্রচণ্ড তাপদাহসহ খরায় কিছু এলাকা থেকে পানি কমতে দেখা গিয়েছে। বন্যার পানি স্থায়ী হওয়ায় শরীয়তপুর ফায়ার সার্ভিস, আনসার ব্রাক, নড়িয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অফিসগুলোতে কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এদিকে শরীয়তপুর-ঢাকা সড়কে বন্যার পানি ওঠায় রাস্তার বিভিন্ন স্থানে খানা খন্দের কারণে চলাচলে চরমভাবে ব্যাহত হচ্ছে।

অন্যদিকে বন্যার পানি ওঠায় নড়িয়া-জাজিরা উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি ১৫দিন ধরে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। জেলায় প্রায় সাড়ে তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। এ পর্যন্ত প্রায় ৭০০ মেট্রিক টন ত্রাণ সহায়তা প্রদান করেছেন প্রশাসন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পুলিশ সুপারসহ আরও ২৫ জন করোনায় আক্রান্ত

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারাকান্দায় ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা সংকটাপন্ন
শরীয়তপুরে হিটস্ট্রোকে অটোরিকশা চালকের মৃত্যু
সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশে সংকট বাড়বে জনতা ব্যাংকের
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
X
Fresh