• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পঞ্চগড়ে স্বাস্থ্যবিধি না মানায় ১৫ জনকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২০, ১০:২৩
Panchagarh, 15 people were fined for not following the health rules
পঞ্চগড়ে স্বাস্থ্যবিধি না মানায় ১৫ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত, ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ঈদের ছুটিতে লকডাউন না মেনে বিনোদন কেন্দ্রে স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা ও বেপরোয়া গতিতে যানবাহন চালানোর অপরাধে ১৫ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১লা আগস্ট) বিকেলে তেঁতুলিয়া ডাক বাংলো পিকনিক কর্ণার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ১৫ ব্যক্তিকে দণ্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, মরণব্যাধি করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে এবং পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রে জনসমাগম এড়াতে প্রশাসন লকডাউন ঘোষণা করে। কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করায় এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানোর অপরাধে মোট ১৫ জনকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ঈদের দিনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১৫ ব্যক্তির অর্থদণ্ড করা হয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
১২৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিদপ্তর
পচা ডিম দিয়ে ইফতার তৈরি, ৩ হোটেলকে জরিমানা
গোমস্তাপুরে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা
X
Fresh