• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঈদের আনন্দ স্পর্শ করতে পারেনি কুড়িগ্রামের বন্যাদুর্গতদের (ভিডিও)

কুড়িগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২০, ০৯:২৫

ঈদের আনন্দ স্পর্শ করতে পারেনি কুড়িগ্রামের ৯ উপজেলার বন্যাদুর্গতদের। এসব এলাকার প্রায় চার লাখ মানুষ ১ মাসেরও বেশি সময় ধরে বন্যার কারণে মানবেতর জীবন যাপন করছেন। ঘরবাড়ি-রাস্তাঘাট ও ফসলের ক্ষেত পানিতে তলিয়ে থাকায় ঈদের দিনেও অনেককে পরিবার-পরিজন নিয়ে অনাহারে-খোলা আকাশের নিচে থাকতে হয়েছে।

প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে কুড়িগ্রামের ৯ উপজেলার চর ও দ্বীপচরের চার লাখ মানুষ বন্যা কবলিত অবস্থায় চরম দুর্ভোগে দিন পাড় করছে। দুই দফা বন্যায় ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার রাস্তাঘাট ও জমির ফসল। এখনও পানিতে তলিয়ে আছে হাজার হাজার পরিবার।

জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্র কিংবা উঁচু বাঁধে আশ্রয় নেয়া এসব পরিবার যেখানে বিশুদ্ধ পানি ও খাবার পাচ্ছে না। সেখানে ঈদের আয়োজন ও সন্তানদের নতুন জামা তো এদের কল্পনারও বাইরে। কিছু কিছু জায়গায় সরকারি উদ্যোগে মাংস বিতরণ করা হলেও তা বেশিরভাগ মানুষের ভাগ্যেই জোটেনি।

যদিও বন্যার্তদের সাহায্যে নানা উদ্যোগ নেয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য আলহাজ পনির উদ্দিন আহম্মেদ, এমপি।

মানবেতরভাবে জীবনযাপন করা এই সব মানুষদের জীবনে কিছুটা স্বস্তি দিতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রাম যাচ্ছেন ভুটানের রাজা
কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক দালাল গ্রেপ্তার 
কুড়িগ্রামে একই পরিবারের ৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি
গণতন্ত্র নিয়ে কোন দেশ কী বলল তা মুখ্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
X
Fresh