logo
  • ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২০, ১৩ অগ্রহায়ণ ১৪২৭

নড়াইলে আরও ২৯ জন করোনায় আক্রান্ত

Corona Narail Health
ছবি সংগৃহীত
নড়াইল জেলায় গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত ৭৬১জন।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন আরটিভি নিউজকে জানান, জেলার সদর উপজেলায় ২১ জন, লোহাগড়া উপজেলায় দুইজন ও কালিয়ায় ছয়জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি আরও জানান, আক্রান্ত সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৭৬১ জন করোনায় আক্রান্তের মধ্যে সদরে সদরে ৩৫৫ জন, লোহাগড়ায় ৩৩২ জন  ও কালিয়ায় ৭৪ জনের করোনা পজেটিভ ।

১১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৪৮৩ জন। এখন ২৬৭ জন পজিটিভ আছে।

দিনের নমুনা সংগ্রহ  ২৯ ।এ পর্যন্ত মোট ৩২৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, ৩১৬৬টি রির্পোট পাওয়া গেছে, বাতিল হয়েছে ১৮২টি। ১৬৪টি নমুনা পেন্ডিং রয়েছে।

এ পযর্ন্ত জেলায় ১৮২৯ জন হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে, ছাড়পত্র পেয়েছে ১৮২৯ জন।  আইশোলেসনে রোগীর সংখ্যা ৩১৭ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬ জন।

জেবি

RTVPLUS