• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনাজয়ী মাশরাফি ঈদের নামাজ পড়লেন মসজিদে

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২০, ১৩:০৭
Narail Mashrafe Eid
ছবি সংগৃহীত

জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা

মামা ও ভাইকে সঙ্গে নিয়ে নড়াইল সদর উপজেলা পরিষদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করলেন।

সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এই করোনার মহামারি থেকে সকলকে সাবধানে থাকার জন্য আহ্বান জানান।

যারা এ মহামারিতে দুনিয়া থেকে চলে গেছেন তাদের ও যারা আক্রান্ত আছেন তাদের জন্য এবং সকলকে সুস্থ রাখার জন্য দোয়া করেন।

করোনাভাইরাসের কারণে ঈদের নামাজ ঈদগাহে অনুষ্ঠিত না হওয়ায় নড়াইলে কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদ উল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

সকাল সাতটা ১৫ মিনিটে মামা বাড়ির পাশে অবস্থিত সদর উপজেলা পরিষদ মসজিদে মামা নাহিদুল ইসলামকে সাথে নিয়ে মামা বাড়ি থেকে ঈদের সামাজ আদায়ের রওনা হন সাবেক জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। সকাল সাড়ে সাতটায় হ্যান্ড স্যানিটাইজার করে প্রবেশ করেন মসজিদে, সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ আদায় করেন তিনি।

জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম নবী,মাশরাফির ভাই সিজার,সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদসহ অনেকে এ মসজিদে ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

নামাজে ইমামতি করেন মওলানা আব্দুর রশীদ। এছাড়া জেলার অন্যান্য মসজিদে মসজিদ কমিটির সুবিধা মতো সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
X
Fresh