• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পাটুরিয়া ঘাটে গাড়ির তীব্র চাপ, ২০ কিলোমিটার দীর্ঘ লাইন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২০, ০৯:৪১
Paturia Ghat
ছবি সংগৃহীত

ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে পাটুরিয়া ফেরি ঘাটে। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ঘাটে আটকা পড়েছে কয়েক হাজার যানবাহন। পাটুরিয়া ঘাট থেকে ঢাকা-আরিচা মহাসড়কে ২০ কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ লাইন রয়েছে।

গাড়ির চাপ বাড়াতে বিপাকে পড়েছে বিআইডব্লিউটিসি। ভোগান্তিতে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিাঞ্চরের ১৯টি জেলার হাজার হাজার মানুষ।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) তানভীর আহাম্মেদ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। দৌলতদিয়া ঘাটের ছয়টি পন্টুনের মধ্যে পাঁচটি এবং পাটুরিয়া ঘাটের চারটির মধ্যে চারটি পন্টুই সচল রয়েছে। ছোট-বড় ১৬টি ফেরি চালু আছে। তবে, হঠাৎ গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় চাপ পড়েছে তাদের ওপর।

কর্তৃপক্ষ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৮টি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ১৬টি মিলে ৩৪টি লঞ্চ সচল রয়েছে।

ধারণক্ষমতার অধিক যাত্রী বহন না করা, জীবন রক্ষাকারী সরঞ্জাম নিশ্চিত করাসহ যাবতীয় দায়িত্বপালন করার জন্য ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যদের সক্রিয় থাকতে দেখো গেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেখান থেকে আসে গরমের তীব্রতা
তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ, বাড়ছে জ্বর-ডায়রিয়া
বাগেরহাটে তীব্র তাপদাহ, জনজীবনে স্থবিরতা
আবহাওয়া নিয়ে নেই সুসংবাদ, তীব্র তাপদাহ আরও বাড়তে পারে
X
Fresh