• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেহেরপুরের গাংনীতে ১৫ কাঠা জমিতে গাঁজা চাষ

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২০, ১০:৫১
Cannabis cultivation in 15 katha land in Gangni of Meherpur
ছবি: সংগৃহীত

গোপনে নিষিদ্ধ গাঁজা চাষ করে ফেঁসে গেলেন দুলাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ী। মেহেরপুরের গাংনী থানা পুলিশের অভিযানে তার ১৫ কাঠা জমিতে আবাদকৃত ১৭০টির উপরে গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। তবে আত্মগোপন করেছে মাদক ব্যবসায়ী দুলাল হোসেন।

মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলি জানান, মটমুড়া গ্রামে নিজ বাড়ির পাশে ১৫ কাঠা জমিতে গাঁজা আবাদ করে দুলাল হোসেন। প্রাচীর ও বাঁশঝাড়ে ঘেরা থাকায় আশপাশের লোকজনের নজরে পড়েনি। মাদক বিরোধী অভিযানে বুধবার রাতে গাংনী থানা পুলিশের একটি দল গাঁজা বাগানটির সন্ধান পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী দুলাল হোসেন।
তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

তিনি আরও জানান, দুলালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত গাঁজার গাছগুলো থানা হেফাজতে নেয়া হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh