• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শাহরাস্তিতে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২০, ১৮:২১
3 killed bus-CNG collision
ছবি প্রতীকী

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশা চালকসহ ৩ যাত্রী নিহত এবং আহত আরও ৩ হয়েছেন।

নিহতরা হলেন সিএনজি অটোরিকশার চালক মনির হোসেন (৩০), যাত্রী গুণধর চক্রবর্তী (৭০), হরি চন্দ্র চক্রবর্তী (৫৫)। আর আহত হয়েছেন ৩ জন। এর মধ্যে গুরুতর আহত ১জনকে কুমিল্লা হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শাহরাস্তিতে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা ঈদগাহ এলাকায় বুধবার দুপুর ১টার দিকে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানায়, সিএনজি চালিত অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কুমিল্লার মুদাফফরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে কাকৈরতলা এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালকসহ ৩ যাত্রী নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। বাস ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।

এলাকাবাসী জানান, সিএনজি করে যাত্রীরা মঙ্গলবার মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর ঠাকুরবাড়িতে আসে তাদের আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল। বুধবার মুদাফফরগঞ্জ হয়ে তারা নোয়াখালী যাচ্ছিল।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
ঝালকাঠিতে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
X
Fresh