logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭

পোরশায় সাপের কামড়ে মা-মেয়ের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ
|  ২৯ জুলাই ২০২০, ১৪:০৯ | আপডেট : ২৯ জুলাই ২০২০, ১৫:০৮
die of snake bite in Porsche
ছবি সংগৃহীত

নওগাঁর পোরশায় বিষাক্ত সাপের কামড়ে নাজরিন বেগম (২৫) ও তার মেয়ে সোনালী পাখি নামে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলার খন্দকারপাড়া গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্ৰামের মোজাহরুল ইসলামের স্ত্রী ও তার মেয়ে।

স্থানীয় ওয়ার্ড সদস্য সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি নিউজকে বলেন, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। ঘুমে থাকা অবস্থায় তাদের বিষাক্ত সাপ কামড় দেয়। পরে তাদের চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা ও স্থাথীয়রা ছুটে আসে।

পরে রাতেই স্থানীয়রা ওঝা দ্বারা তাদের ঝাড়ফুক দিলেও কোনও কাজ না হওয়ায় বুধবার সকাল ১০টায় তাদেরকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করেন।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়