• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্বাস্থ্যবিধি অমান্য করায় পশুর হাটের ইজারাদারকে জরিমানা

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২০, ১১:৫২
Leaseholder
ছবি সংগৃহীত

স্বাস্থ্যবিধি অমান্য করে পশুর হাট পরিচালনা করায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুই ইজারাদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গেল ২৪ ঘণ্টায় বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

জানা যায়, হাতিয়ার ছোট বড় প্রায় ২০টি কুরবানির পশুর হাট বসে। এতে সরকারিভাবে স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। কিন্তু অনেক জায়গায় পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পশুর হাটে অভিযান করে।

এ সময় হাতিয়ার বুডিরচর ইউনিয়নের আজিজিয়া বাজার ও সোনাদিয়া ইউনিযনের চরচেঙ্গা বাজারে অভিযান করে স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে তিন হাজার করে ছয় হাজার টাকা জরিমানা করে। অন্যদিকে হাটে মাস্ক পরে আসার জন্য সবাইকে সতর্ক করা হয়।

হাতিয়াতে আজ বুধবার পর্যন্ত ৬০৬ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৬০৬ জনের ফলাফল পাওয়া গেছে। যাদের মধ্যে ৯০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। তাদের মধ্যে ৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
পর্যটকবাহী বাসে অতিরিক্ত টোল আদায়, ২ ইজারাদারকে ৫৫ হাজার টাকা জরিমানা
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh