• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফরিদপুরে পদ্মার পানি বৃদ্ধি, বাড়ছে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর, আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২০, ১১:৪৩
Faridpur
ছবি সংগৃহীত

দ্বিতীয় দফা বন্যায় মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। জেলায় এখন পর্যন্ত দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে রয়েছে। গত দুইদিন ধরে পদ্মার পানি বিপদসীমার ১১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে জেলার বিস্তীর্ণ এলাকা জুরে এখন প্লাবিত।

সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হলো তা প্রয়োজন তুলনা কম বলে মনে করছে বানভাসি মানুষেরা।

জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা হলো চরভদ্রাসন, সদরপুর ও ফরিদপুর সদর। এই সকল অঞ্চলের পানিবন্দি মানুষেরা তাদের পরিবার-পরিজনসহ গৃহপালিত পশু-পাখি নিয়ে সরকারি আশ্রয়কেন্দ্র কেউ বা বেড়িবাঁধ আবার অনেকেই সড়কের উচু স্থানে তাবু টানিয়ে আশ্রয় নিয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা সাত উপজেলার ৫৫০ গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। এ সকল মানুষের জন্য সরকারিভাবে চারশ’ মেট্রিক টন চাল ও নগদ সাত লক্ষাধিক টাকা বিতরণ করা হয়েছে।

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকায় শহর রক্ষা বাঁধের ভাঙন এলাকা গতকাল বিকেলে পরিদর্শন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের টেকনিকেল টিম ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁত ব্রাশ করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
চাকরি দেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, বেতন ৮৪,০০০ টাকা
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বেতন (গ্রেড-৪)
জামালপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
X
Fresh