• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টাঙ্গাইলে ইলিশ ভর্তি কাভার্ড ভ্যান খাদে

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২০, ১১:৩১
Tangail
ছবি সংগৃহীত

টাঙ্গাইলে ইলিশ ভর্তি একটি কাভার্ড ভ্যান খাদে পড়লে আটকে পড়া দুই ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার সকাল সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন বরিশাল জেলার মূলাদি উপজেলার চর কালেখা গ্রামের কাভার্ড ভ্যান চালক ফারুক হোসেন (৩০), চট্টগ্রাম জেলার খোলশি উপজেলার হাজিঘোনা গ্রামের আব্দু কাশেম (৪৭)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ইলিশ ভর্তি কাভার্ড ভ্যান টাঙ্গাইল পার্কের বাজার যাওয়ার সময় সকাল সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিবপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় চালক এবং মাছের ব্যাপারী গাড়িতে আটকা পড়ে। সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালক মো. ফারুক এবং মাছ ব্যবসায়ী মো. আবুল কাশেমকে উদ্ধার করা হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
পুকুরে মিলল ৯ কেজি ইলিশ
X
Fresh