• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ে আরও ১৬ জন করোনায় আক্রান্ত

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২০, ০৯:১৫
Corona Death
ছবি সংগৃহীত

পঞ্চগড়ে নতুন করে মৃত এক স্বর্ণ ব্যবসায়ীসহ ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে পঞ্চগড় জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮৪ জন। এদের মধ্যে ১৬৫ জন সুস্থ হলেও এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো ছয়জনে।

গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

নতুন করে শনাক্তরা হলেন, পঞ্চগড় সদর উপজেলায় মৃত আমিরুলসহ মোট সাতজন, তেঁতুলিয়া উপজেলায় তিনজন, বোদা উপজেলায় একজন ও আটোয়ারী উপজেলায় পাঁচজন।

স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, গেল ২২ জুলাই রাতে শ্বাসকষ্ট নিয়ে স্বর্ণ ব্যবসায়ী আমিরুল পঞ্চগড়ের ধাক্কামাড়া ইউনিয়নের কমলাপুর এলাকায় তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ২৩ জুলাই সকালে স্বাস্থ্যবিভাগ তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠালে পাঁচ দিন পর সোমবার রাতে তার নমুনার রিপোর্ট পজিটিভ আসে। এদিকে বাকি ১৫ জনের নমুনার রিপোর্ট গত ২৩, ২৫ ও ২৬ জুলাই সংগ্রহ করে পাঠানো হলে মৃত স্বর্ণ ব্যবসায়ীসহ মোট ১৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh