• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় শাওন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২০, ১৪:৪৩
Human chain demanding justice for Shaon's murder in Comilla
ছবি সংগৃহীত

কুমিল্লায় চাঞ্চল্যকর রাশেদুল ইসলাম শাওন হত্যার বিচারের দাবিতে আজ সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত শাওনের হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবি করেন। মানববন্দনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, কুমিল্লার আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চাঁনপুর উত্তর পাড়া নোয়াবাড়ীর জাহাঙ্গীর আলম এর ছেলে রাশেদুল ইসলাম শাওনকে একই এলাকার নোয়াব মিয়ার ছেলে হুমায়ন মিয়া, হুমায়ূন মিয়ার ছেলে শাকিব, রাজিব, শ্যামলের ছেলে সজিব, মৃত আবুল কাশেমের ছেলে শ্যামল, সিরাজুল ইসলামের ছেলে নিহাল গংরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই জনি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর থেকে সন্ত্রাসীরা মামলা তুলে নিতে হুমকি ধমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শাওনের বাবা জাহাঙ্গীর আলম জানান, আমার ছেলে শাওন হুন্ডা গ্যারেজে কাজ করত। সে কারও সঙ্গে কখনও জগড়া-বিবাদ করেনি। আমার ছেলেকে ওরা প্রায়ই ডিস্টাব করতো। সবশেষ তারা প্রকাশ্য বিদালোকে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh