• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইবি উপাচার্যের অপসারণ দাবিতে বঙ্গবন্ধু পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

  ২৫ জুলাই ২০২০, ১৯:২৩
Bangabandhu Parishad's human chain to demand removal of EB Vice-Chancellor
ইবি উপাচার্য়ের অপসারণ দাবিতে বঙ্গবন্ধু পরিষদের মানববন্ধন, ছবি: আরটিভি নিউজ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারীর অপসারণ দাবিতে কুষ্টিয়া শহরে মানববন্ধন ও সমাবেশ করেছে বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখা।

আজ (শনিবার) বেলা ১২টার দিকে শহরের থানা মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা উপাচার্য রশিদ আসকারীকে প্রতারক, দুর্নীতিবাজ, নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের হোতা উল্লেখ করে তার অপসারণ দাবি করেন।

এছাড়াও প্রতারক শাহেদ ও সাবরিনার সাথে ইবি উপাচার্যের তুলনা করে তার সকল অপকর্মের বিচার দাবি করেন। এসব বিভিন্ন দাবি সংবলিত ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মী, ইবির শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা অংশ নেন। দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখার সহ-সভাপতি ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরেফীন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান, ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালন প্রমুখ।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন
নওগাঁয় প্রমি রানী সাহা হত্যার প্রতিবাদে মানববন্ধন
চাকরি স্থায়ীর দাবিতে বিআইডব্লিউটিসির অস্থায়ী কর্মচারীদের মানববন্ধন 
বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে শাবি ছাত্রলীগের মানববন্ধন
X
Fresh